মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:০০ পূর্বাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ ৪ জানুয়ারী ২০২১ মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর আনন্দ র্যালি বের করেন । র্যালির শেষ বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দিন রানা এর সভাপতিত্বে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বশির আল হেলাল। উপজেলা ছাত্রলীগ নেতা শুভ সিদ্দিকী ও অনিক দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মোঃ জহির আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ মামুন, মোঃ ইকরাম,মোঃ তোফায়েল হোসেন, মোঃ বাপ্পি, ছাত্রলীগের কলেজ শাখার আহবায়ক মোঃ তমাল মিয়া প্রমুখ। সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বয়, নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।