রবিবার, ২৯ মে ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস (কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় নসিমনের (ইঞ্জিনচালিত ভ্যান) ধাক্কায় আবু সুফিয়ান নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দির মোহাম্মদ আলীর ছোট ছেলে।শনিবার সন্ধ্যায় জগন্নাথকান্দি গ্রামের শহিদ মেম্বারের বাড়ীর সামনে রাস্তায় এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালের দিকে গরু নিয়ে একটি নসিমন জগন্নাথকান্দি গ্রামের আঞ্চলিক রাস্তায় প্রবেশ করলে শিশুটি রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির নসিমের নিচে পড়ে আহত হয়।পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের কোথাও কোন আঘাত নেই। মনে হয় মাথা চোট পেয়ে মারা যায়।এঘটনায় থানায় পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।