রবিবার, ২৯ মে ২০২২, ০৪:১৩ পূর্বাহ্ন
তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এইচএস সি পরীক্ষায় ১জন গোল্ডেন-৫ ও ৬ জন জিপি-এ-৫ সহ শতভাগ পাশ করেছে।রবিবার সারাদেশের এইচ এসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।ঘোষিত ফলাফল সূত্রে জানা যায়,
কুমিল্লার তিতাস উপজেলার তিতাস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১৬ জনই (শতভাগ)পাশ করেছেন।এদের মধ্যে ১জন শিক্ষার্থী জান্নাত (বিজ্ঞান) পেয়েছেন গোল্ডেন ফাইভ ও জিপি-এ-৫ পেয়েছেন, জুনুবা রহমান(বিজ্ঞান), অঞ্জনা(বিজ্ঞান), সালমা আক্তার( বিজ্ঞান), সুমাইয়া রহমান(বিজ্ঞান),আয়েশা খাতুন (বিজ্ঞান)।উত্তীর্ণ অন্যান্যরা হলেন, ফাতেমা আক্তার
(বিজ্ঞান),নাহিদা সুলতানা রিপা(বিজ্ঞান), আজিজা আক্তার(বিজ্ঞান),খন্দকার মো.আব্দুর রহমান(মানবিক), মাহফুজা আক্তার(মানবিক), তাসনিম মোস্তফা(মানবিক),
মেরেরুেন্নছা লিজা(মানবিক),
আমেনা আক্তার(মানবিক),
মো.সজিব( মানবিক),মো.মহিন আলম(মানবিক)। ২০২১সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তাঁরা শত ভাগ পাশ করায় কলেজের শিক্ষক,শিক্ষিকা ও অভিভাবক বৃন্দের মাঝে আনন্দনের ঝড় বইছে। বিদ্যাপীঠের প্রিন্সিপাল মো. নুরুজ্জামান বলেন, এই সাফল্য শিক্ষার্থী,অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের।তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সার্বিক প্রচেষ্টার ফলে আমরা এবারো শতভাগ সফলতা ধরে রাখতে পেরেছি বলে অভিব্যক্তি প্রকাশ করেন।