মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন
সাকিবুল ইসলাম সাকিব আমতলী(বরগুনা)প্রতিনিধি : বরগুনার আমতলীতে বিশ্ব ভালবাসা দিবসে ব্যতিক্রম ধর্মী এক আয়োজনের মাধ্যমে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে আমতলীর কিছু স্বপ্নবাজ তরুন। অসহায় দরিদ্র রোগীদের রক্তদান করে স্বপ্নবাজ তরুনরা উৎযাপন করলো বিশ্ব ভালবাসা দিবস।
দীর্ঘ ২ বছর যাবৎ স্বেচ্ছায় অসহায় দরিদ্র রোগীদের রক্ত দিয়ে সহযোগিতা করে চলেছেন আমতলীর ধ্রুবতারা সংগঠনের রক্তযোদ্ধারা। প্রশাসনের কর্মর্তারা , সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ তৃণমূল পর্যায়ের লোকেরাও স্বেচ্ছায় রক্ত দান করেছেন এই সংগঠনের অনুপ্রেরণায়।
যারা রক্ত দিতে ভয় পেতেন তারাও এখন অন্যদের দেখে উদ্বুদ্ধ হয়ে রক্ত দান শুরু করেছেন। বর্তমান সময়ে কোন রোগীর রক্তের প্রয়োজন হলেই এই সংগঠানের মাধ্যমে সহজেই রক্ত পেয়ে যান। ভুক্তভোগী রোগীদের রক্ত যোগাড় করে দেওয়াকেই যেন কাজ হিসেবে দেখছে ধ্রুবতারার সদস্যরা ।
জানা গেছে, আমতলী উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় দরিদ্র রোগীদের রক্ত দিয়ে সহযোগিতা করার প্রত্যয় নিয়ে ২০২০ সালে একদল স্বপ্ন বাজ তরুনদের নিয়ে ধ্রুবতারা রক্তদাতা সংগঠনটি আমতলীতে তাদের কাজ শুরু করেন। অনেকে প্রথম অবস্থায় রক্ত দিতে ভয় পেতেন, কিন্তু রক্তদাতা ধ্রুবতারা সংগঠনের অনুপ্রেরণায় এখন অনেকেই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন। এমনকি অনেক মহিলারাও স্বেচ্ছায় রক্তদান করেছেন। ধ্রুবতারা সংগঠনের মাধ্যমে এই পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান করেছেন তিনশর বেশি মানুষ। সংগঠনের মোট রক্তদাতা ৪৫০ জনের অধিক।
সংগঠনটির প্রধান কাজ হলো রক্তশূন্যতাসহ বিভিন্ন অপারশনে রক্তক্ষরণ হবার পরে যদি কোনো রোগীর রক্ত লাগে তা ব্যবস্থা করে দেওয়া। কোনো রোগীর রক্তের প্রয়োজন হলেই নিজ উদ্যোগে ঝাপিয়ে পড়েন সংগঠনের সদস্যগণ।
জান্নাত নামে এক থ্যালাসেমিয়া রোগীর মা বলেন, আমার বাচ্চাকে প্রতি দেড় মাস পর পর রক্ত দিতে হয়। প্রাথমিক অবস্থায় আত্মীয় স্বজনরা রক্ত দিতেন। পরে যখন রক্ত সংকটে ভুগতাম তখন রক্ত কিনতে হতো। আমরা গরিব মানুষ। এত টাকা দিয়ে রক্ত কেনা সম্ভব ছিল না। পরে ধ্রুবতারা রক্তদাতা সংগঠনের সন্ধান পাই। এখনো পর্যন্ত তারা আমাকে বিনা পয়সায় রক্তের ব্যবস্থা করে দেন।
ধ্রুবতারা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আমতলী উপজেলা প্রেসক্লাবের অর্থসম্পাদক সাংবাদিক মো সাইদুর রহমান বলেন, আমতলীতে অনেক রোগীদের রক্তের প্রয়োজন হলে নানা রকম বিড়ম্বনার মধ্যে পড়তে হত। যাতে রোগীদের রক্ত ব্যবস্থা করা যায় এজন্য আমরা বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করার লক্ষ্য নিয়ে একটি কমিটি গঠন করি। আমরা নিজেরাও রক্ত দান করি এবং অন্যদের রক্ত দান করতে উদ্বুদ্ধ করি। ফলে এই এলাকায় বর্তমানে অনেক রক্তদাতা নির্ভয়ে স্বেচ্ছায় রক্ত দান করেন। আজ বিশ্ব ভালবাসা দিবসে তরুন তরুনী ও যুবকরা বিভিন্ন আয়োজন করলেও আমরা ধ্রুবতারা ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা অসহায় দরিদ্র মানুষের জন্য স্বেচ্ছায় রক্তদান করেছি।
আমতলী উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা: মোনায়েম সাদ বলেন, তরুনদের এ উদ্যোগ সমাজের সাধারন মানুষের জন্য ব্যাপক ভূমিকা পালন করবে আমি তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই।