শনিবার, ২৮ মে ২০২২, ০৫:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।সুফিয়া বেগমকে সভাপতি, দিলারা শিরিনকে সাধারণ সম্পাদক এবং জেসমিন আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা উত্তর জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগমকে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত করেন। জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরুজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নবনির্বাচিত জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা উত্তর জেলা কমিটির সভাপতি সুফিয়া বেগম।তিনি জানান,উক্ত কমিটি গত ১৪ ফেব্রুয়ারী অনুমোদিত ও স্বাক্ষরিত হলেও আজ বৃহস্পতিবার ওই অনুমোদিত কমিটির কাগজ হাতে পেয়েছি।উল্লেখ্য,গত ২ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরুজা আব্বাসের বাসভবনে এক কাউন্সিল অধিবেশনে ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদককে পরবর্তী ৭দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রেরণের নির্দেশের আলোকে ওই খসরা কমিটি কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করা হয়।যা গত ১৪ ফেব্রুয়ারী ঘোষণা করা হয়।