রবিবার, ২৯ মে ২০২২, ০৫:৩৩ পূর্বাহ্ন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই নদীর পাড়ে মাটি ভেকু মেশিন দিয়ে কেটে রাস্তা তৈরি করছে প্রভাবশালী একটি ব্যক্তি। ট্রলারে করে এসব মাটি চলে যাচ্ছে রাস্তায়। উপজেলার ভৌপাড়া ইউনিয়নের ভর-তেঁতুলিয়া গ্ৰামের পাশ্বে আত্রাই নদীর পাড়ে মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা।
এলাকাবাসীদের দাবি আত্রাই নদীর পাড়ের মাটি কেটে নেয়ায় হুমকিতে রয়েছে এলাকার ফসলি জমি সহ আশেপাশের ঘরবাড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়া বন্ধ করা না হয়, তাহলে এই গ্রামের মানুষেরা খুব দ্রুত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। বিলীন হয়ে যাবে গ্রাম।
কয়েকজন কৃষক জানান, নদীপাড় থেকে এভাবে মাটি কেটে নেওয়ায় সরিষা, লাউ, কালাই, বাদমসহ বিভিন্ন ধরনের সবজি ও ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ঝুঁকিতে পড়েছে নদীপাড়ের রাস্তা ও তাদের বসতবাড়ি।
এ ব্যাপারে ঠিকাদার মোঃ ঝন্টুর সাথে ফোন যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম জানান, এ বিষয়ে আমি জানতাম না বিষয়টা আমি দেখছি।