মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪১ পূর্বাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর ((ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিজয়লক্ষ্মী ও গোকর্ণ সৈয়দ ওয়ালি উল্লাহ স্কুল এন্ড কলেজ এর ( কলেজ শাখার) ৪ তলা বিল্ডিংয়ের ১ তলার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
২০ ফেব্রুয়ারি রবিবার দুপুরে বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রামে বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। সিংহগ্রামে বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি এডঃ প্রমুথ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, হরেন্দ্র সাহাজী। প্রভাষক নির্মল চৌধুরী এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পৃথিশ পোদ্দার । বক্তব্য রাখেন, সিংহগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিতি হালদার প্রমুখ। তাছাড়াও বিকালে গোকর্ণ সৈয়দ ওয়ালি উল্লাহ স্কুল এন্ড কলেজের বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।