শনিবার, ২৮ মে ২০২২, ০৪:০০ অপরাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর থানা পুলিশ ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজন জুয়াড়ি এবং তিনজন গ্রেপ্তারি পরোয়ানা আসামি গ্রেফতার করেন।
১৯ ফেব্রুয়ারি নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার এর নির্দেশনা মোতাবেক এসআই মোঃ হাবিবুর রহমান,এসআই সৈয়দ আশরাফ উদ্দিন, এসআই মোঃ আব্দুর রহিম, এ এস আই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ধরমন্ডল ইউনিয়ন হতে গ্রেপ্তারকৃত জুয়াড়ি
১/মোঃ হাসান আলী (৩৩),পিতা শাহেদ আলী ২/মোহাম্মদ রাশেদ মিয়া (২২),পিতা জলপুরিয়া, ৩/মোঃ সোহেল মিয়া (২০),পিতা গিয়াস উদ্দিন,৪/মোঃ জোহর আলী প্রঃকালাই মিয়া (৪০),৫/ আব্দুল করিম (৩৮), পিতা-মৃত আব্দুল বারিক, ৬/আঙ্গুর মিয়া (২৭),পিতা জলফু মিয়া,৭/প্রমোদ সূত্রধর (২৮),পিতা-মৃত ক্ষিতীশ সূত্রধর, সর্ব সাকিনঃ ধরমন্ডল,থানা নাসিরনগর। তাছাড়া গ্রেপ্তারি পরোয়ানা মূলে গ্রেফতারকৃত আসামি হল ১/মোঃ আল আমিন (৩৬) ২/মোঃ রফিকুল ইসলাম, উভয় গ্রাম চাতল পাড়, ৩/মোহাম্মদ আজিজ মিয়া (@) নাসির মিয়া (৩২),গ্রাম ধরমন্ডল।সর্ব থানাঃ নাসিরনগরকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।