রবিবার, ২৯ মে ২০২২, ০৫:৪৭ পূর্বাহ্ন
মোঃ সাকিবুল ইসলাম সাকিব আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের অর্থপেডিক্স ডা: মো. রিয়াজ মৃধার উদ্যোগে তার পিতা মাতার নামে প্রস্তাবিত রফিক-নুরজাহান হসপিটাল তার নিজ বাড়ীতে এ সেবা প্রদান করা হয়।
শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে পূর্বচিলা, হলদিয়া. ধানখালী , আমতলী সদর ইউনিয়নের ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বরিশাল , পটুয়াখালী, ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রিয়াজ মৃধা, ডাঃ শোয়েব এইচ খান, ডাঃ আকিব জাবেদ,এবিএম তানজীরুল ইসলাম, ডাঃ ফাইজুর রহমান, ডাঃ ডলি বিনতে হক চিকিৎসা সেবা প্রদান করেন।
এ ব্যাপারে ডাঃ মো.রিয়াজ মৃধা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার বাবা-মায়ের নামে প্রস্তাবিত হসপিটাল প্রাঙ্গণে এই ক্যাম্প করা হয়েছে। সকলে আমার পিতা মাতার জন্য দোয়া করবেন। এভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি।