রবিবার, ২৯ মে ২০২২, ০৪:৫৬ পূর্বাহ্ন
সাকিবুল ইসলাম সাকিব,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ০২ শতাংশ জমি সহ একটি ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এরই ধারাবাহিকতায় আমতলী পৌরসভার গৃহ ও ভূমি হীনদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্রঅহ বিন রশিদ, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, কাউন্সিলর মো, রিয়াজ উদ্দিন মৃধাসহ অন্যান্য কাউন্সিলর গন্যমান্য ব্যক্তিবর্গ গ্রহহীন ও ভূমিহীনরা উপস্থিত ছিলেন।
আমতলীতে মসজিদ প্রাঙ্গনে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন।
আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার দুপুরে জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা রাজ্জাক বিশ্বাস, আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাাপক (অব:) আবুল হোসেন বিশ্বাস, হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।