রবিবার, ২৯ মে ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন
মিজানুর রহমান স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে রাজশাহীসহ সারাদেশে একযোগে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী বিভাগে একদিনে ১৮৬৯ টি কেন্দ্রে প্রথম ডোজ টিকা পেল প্রায় ৭ লাখ মানুষ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী নারী-পুরুষের উপস্থিতি লক্ষ করা গেছে। সবাই মুখে মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছেন।
তার ধারাবাহিকতা রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভা পৌর কেন্দ্রে অনুষ্ঠিত হয় গণ টিকা কার্যক্রম সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পযন্ত ১৬০৪ জন বিভিন্ন বয়সে মানুষ টিকা গ্রহণ করেন।
বেলা ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানী পরিদর্শনে আসেন তাহেরপুর পৌর ভবনে সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে চলছে টিকা কার্যক্রম। নিরাপত্তা জন্য নিরাপত্তা কর্মী পুলিশ সদস্য সহ আনসার সদস্যগন নিয়োজিত ছিলো।
এই বিষয় তাহেরপুর পৌর মেয়র আবুল কামাল আজাদ বলেন, গণ টিকা কার্যক্রম করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি নিরাপত্তা মাধ্যমে টিকা গ্রহণ শেষ হয়েছে।