রবিবার, ২৯ মে ২০২২, ০৫:৪৬ পূর্বাহ্ন
হোমনা(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর অধ্যক্ষ আবদুল মজিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একে এম সিদ্দিকুর রহমান আবুল এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মানিক মিয়া ইমন,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. মনিরুজ্জামান টিপু,যুবলীগ নেতা মো. লুৎফর রহমান লাক মিয়া, আওয়ামীলীগ নেতা মো. আলী নেওয়াজ,হকার্সলীগের সভাপতি মো.আলা উদ্দিন মেম্বার, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম সরকার, যুবলীগ নেতা মো. ইউনুস মিয়া, মো. ইয়াসিন, মো. শাজু পল্টু, মো. দিদার আহমেদ প্রমুখ।আলোচনা সভায় বক্তব্য রাখেন হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি,বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর অধ্যক্ষ আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল।এরপর দোয়া মুনাজাত পরিচালনার মাধ্যমে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।