রবিবার, ২৯ মে ২০২২, ০৫:৪৫ পূর্বাহ্ন
সামসুজ্জামান (সেন্টু) আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মরহুম দেওয়ান মহাসিন আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সিংসাড়া বাজার বণিক সমিতির আয়োজনে শুক্রবার (১৮ মার্চ) বিকেলে সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলার আয়োজন করা হয়। এ খেলায় ৪-১ গোলে নওদাপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে ভোঁপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, ভোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন, আত্রাই থানা এসআই হায়দার, মোঃ জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম (মিঠু), মোঃ নাজির উদ্দিন প্রামানিকসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন