রবিবার, ২৯ মে ২০২২, ০৪:৩৫ পূর্বাহ্ন
আবুহেনা স্টাফ রিপোর্টারঃ নওগাঁর আত্রাইয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৭ই মার্চ)সন্ধ্যায় আহসান গঞ্জ হাট দলীয় কার্যালয়ে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম খামারুর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আক্কাস আলী প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল।উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।আহসান গঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজির উদ্দিন, আহসান গঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জ্বল।
ছাত্র লীগের সভাপতি মাহদী মসনদ স্বরুপ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ।মোল্লা আজাদ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন তাঁর আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন, আহসানগঞ্জ হাট জামে মসজিদের ইমাম মো.হালিম উদ্দিন।