রবিবার, ২৯ মে ২০২২, ০৪:৫১ পূর্বাহ্ন
তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম হুমায়ূন কবির মোল্লার পরিবারকে নগদ ৬৬ হাজার টাকার অর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার বেলা ২ টায় উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম মরহুম হুমায়ূন কবির মোল্লার মায়ের হাতে নগদ ৬৬ হাজার টাকা অনুদান হিসেবে তুলে দেন।উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে মরহুম হুমায়ূন কবির মোল্লার মায়ের হাতে নগদ অর্থ তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.কামাল হোসেন ও আবদুস সালাম,
প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন,মো.আক্তার হোসেন,মো.বদিউল আলম ভূঁইয়া ও মো.মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
উল্লেখ্য,গত বছরের ২২ মে শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ূম কবির মোল্লা নিহত হন।এরপর থেকেই তাঁর পরিবারকে আর্থিক ভাবে সহায়তা প্রদান করে আসছে উপজেলা শিক্ষা অফিস ও সকল শিক্ষকগণ।