রবিবার, ২৯ মে ২০২২, ০৪:০৬ পূর্বাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাক লংগন নদী থেকে মোবাইল কোর্টে অবৈধ ম্যাজিক জ্বাল জব্দ করে পুড়ানো হয়েছে।
মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর এঁর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন নাসিরনগর সদর ও গোয়ালনগর সংলগ্ন বাঁক লংগনে মাছের ” অভয় আশ্রম ” সংলগ্নে হাওরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৬ টি ম্যাজিক জ্বাল জব্দ করে, যার অনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।মোবাইল কোর্ট পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, অফিস সহকারী তুষার বিশ্বাস, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ। জব্দকৃত ম্যাজিক জ্বাল ডাক বাংলো লংগন নদীর তীরে পুড়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক বরুন সরকার, মৎস্য অফিসের অফিস সহকারী তুষার বিশ্বাস, পুলিশ সদস্য, আনসার বাহিনীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।