মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এবং থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সার্ভিস ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার ১০ এপ্রিল সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় মানবিক এ কার্যক্রম ভার্চুয়ালে শুভ উদ্বোধন করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গণপূর্ত বিভাগের সিনিয়র সচিব, আইজিপিসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ, উপকারভোগীগণ। উদ্বোধনী কার্যক্রমে থানা হলরুম থেকে ভার্চুয়ালি যুক্ত হন, নাসিরনগর থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আতিকুর রহমান আতিক, বীর মুক্তিযোদ্ধাগণ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, নাসিরনগর সদর চেয়ারম্যান, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, হাকিম রাজা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জন প্রতিনিধি, পুলিশ, সুবিধাভোগী এবং সুধীজন।