শনিবার, ২৮ মে ২০২২, ০৫:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ রাজশাহীর বাগমারা উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা ও উপজেলা সন্ত্রাস এবং নাশকতা ও মাদক প্রতিরোধ কমিটির সভা মঙ্গলবার উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদক ব্যবসা নিয়ে আলোচনা ও প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সকালে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, মমতাজ আক্তার বেবি, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল, লুৎফর রহমান, আজাহারুল হক, মকবুল হোসেন মৃধা, মোজাম্মেল হক, রেজাউল হক, আলমগীর হোসেন সরকার, মাজেদুর রহমান সোহাগ, মোশারফ হোসেন প্রমুখ।