শনিবার, ২৮ মে ২০২২, ০৪:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : গত ১৩ এপ্রিল বুধবার রাজশাহী থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমসসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ও স্থানিয় কাগজে রাজশাহীতে সক্রিয় অনলাইন জুয়াড়ি সিন্ডিকেট, শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার মিথ্যা, ভিত্তীহিন বানোয়াট। সংবাদে অসোক ও নাহিদকে নিয়ে যে তথ্য দেয়া হয়েছে তার সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্য মুলক সংবাদের তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
শুক্রবার এক প্রতিবাদ লিপিতে আলুপট্রি এলাকার বাবলু ঘোষের ছেলে অসোক কুমার ঘোষ ও দূর্গাপুর উপজেলার দেবিপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে নাহিদের গনমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ লিপিতে তাদের কে নিয়ে সংবাদে যে তথ্য প্রকাশ করা হয়েছে তার উদ্দেশ্য মুলক বলে দাবি করেন।
প্রতিবাদ লিপিতে আরো জানান, রাজশাহীতে আইপিএল ক্রিকেট নিয়ে বিভিন্ন বেটিং সাইডে ডলারের মাধ্যেমে জুয়া খেলে লাখ লাখ টাকা বিদেশে পাচার ও অনলাইন জুয়াড়ি সিন্ডিকেটের সদস্য হিসাবে নাহিদ নগরীতে লাখ লাখ টাকা কালেকশন করে ও অসোক অনলাইন জুয়াড়ি সিন্ডিকেটের সক্রিয় সদস্যসহ সংবাদে যে সব তথ্য দেয়া হয়েছে তা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য মূলক ও ভুল তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকৃত ঘটনা হচ্ছে, নাহিদ ও অসোক র্দীঘদিন আগে সখ করে দুই একবার তাদের বন্ধুদের পাল্লায় পড়ে খেলেছে। কিন্তুু বর্তমানে গত ২ বছর ধরে অনলাইন জুয়ার সাথে কোন ভাবেই জড়িত নেই তারা। অনলাইন জুয়া খেলার সাথে জড়িতো এমন কোন প্রমান নেই তাদের। তারা দুইজন বর্তমানে ব্যবসা করেন বলে দাবি করেন। একটি চক্র গনমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে তাদের ক্ষতিকরার চেস্টা করছে ও তাদের কে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে।
প্রতিবাদান্তে
অসোক কুমার ঘোষ ও নাহিদ