মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:২০ পূর্বাহ্ন
আবুহেনা স্টাফ রিপোর্টারঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ পরিবারের উদ্যোগে পৃথক পৃথক ভাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
রবিবার সকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আইসিটি অফিসার সানজির আহম্মেদ শিশির, কবি ও সাহিত্যিক খ ম ফররুখ আহম্মদ, আ’লীগ সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, সদস্য সখিমুদ্দিন প্রাং,আব্দুর রশিদ,ছাত্তার প্রমুখ।