মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন
তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি পৌর ভবনে স্থাপিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের ম্যুরাল,ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী নামফলক ভেঙ্গে ফেলা হয়েছে।গত সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে একদল যুবক এঘটনাটি ঘটিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে কয়েকজন যুবক শাবল দিয়ে পৌর ভবনে স্থাপিত ড.খন্দকার মোশাররফ হোসেনের ম্যুরাল, ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী নাম ফলক ভেঙ্গে ফেলার কাজ শুরু করে।প্রায় ৩০-৪০ মিনিটের মধ্যে তা ভেঙ্গে গুরিয়ে ফেলা হয়।এসময় পৌর ভবনের আশপাশে বেশ কয়েকজন যুবক পাহারা দেয়,তাই ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।ঘটনার সাথে সাথেই ড.খন্দকার মোশাররফের ম্যুরাল,ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী নাম ফলক ভেঙ্গে ফেলার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ম্যুরাল,ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী নামফলক পুনঃস্থাপনসহ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।ড.খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এঘটনাকে বর্বোরচিত ও ন্যাক্কারজনক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।এঘটনার জন্য তিনি স্থানীয় আওয়ামীলীগকে দায়ী করে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন।সাংবাদিকরা এবিষয়ে জানার জন্য আওয়ামীলীগ দলীয় দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইনের মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও তার বক্তব্য জানতে পারেননি। এব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান,ড.খন্দকার মোশাররফ হোসেনের ম্যুরাল ভেঙ্গে ফেলার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।