রবিবার, ২৯ মে ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন
আবুহেনা স্টাফ রিপোর্টারঃ নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার থানা প্রাঙ্গনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, এসিল্যান্ড কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, সার্কেল এসপি রাকিবুল ইবনে রকিব,ওসি আবুল কালাম আজাদ,নওগাঁ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি শাকিল আহমেদ বাদল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপি, আ’লীগ সভাপতি নৃপেন্দনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।