শনিবার, ২৮ মে ২০২২, ০৪:১৪ অপরাহ্ন
আবুহেনা,স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর আত্রাইয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। শনিবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত এমদাদুল হক ওরফে বেলকোন (৩০) উপজেলার মালিপুকুর গ্রামের বাসিন্দা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
ওয়ারেন্টভুক্তরা হলেন- সমসপাড়া গ্রামের চাঁন প্রাং (৪৫) ও রেন্টু প্রাং (৩৭), কাজীপাড়া গ্রামের মজনু প্রাং (২৭), পাঁচুপুর গ্রামের মুকুল সরদার (৪১), ভবানীপুর গ্রামের রহিদুল ইসলাম।
আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, আদালতের নির্দেশ পেয়ে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করা হয়।