শনিবার, ২৮ মে ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ দেশব্যাপী মুজিববর্ষে ঈদ উপহার হিসাবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় একযোগে সারা দেশে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর’র শুভ উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৩য় পর্যায়ে ৩২ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে নাসিরনগর উপজেলায় ১৫০টি ঘর প্রদান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, সাহার বানু, জায়েদ মিয়া প্রমূখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ১৫০ জন সুফলভোগী পরিবারসহ সূধীজন। সভার শেষে প্রধান অতিথি বরাদ্দকৃত ভূমিহীন-গৃহহীন পরিবারদের মাঝে ঘর ও জমির দলিলপত্র হস্তান্তর করেন।