রবিবার, ২৯ মে ২০২২, ০৬:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ১মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মার সর্ববৃহৎ উৎসব ইদ উল ফিতর।
পবিত্র ঈদুল উল ফিতর উপলক্ষে রাজশাহীবাসীসহ দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক,ব্যবসায়ী, ইন্টার ন্যাশনাল হিউম্যান রাইটস এর রাজশাহী বিভাগীয় সভাপতি ও গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ এর সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ খাঁন।
তিনি ইতিমধ্য বিভিন্ন এলাকার সহায় সম্বলহীন দরিদ্র অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে অত্র এলাকায় বেশ আলোড়ণ সৃষ্টি করেছেন।
পবিত্র ইদ উল ফিতর শুভেচ্ছা বার্তায় আব্দুর রউফ খাঁন বলেন,
আগামী ৩রা মে রোজ মঙ্গলবার পবিত্র ইদ উল ফিতর এই ইদে রাজশাহীবাসীসহ দেশবাসীর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’।
তিনি বলেন, ঈদুল উল ফিতর মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের ও খুশির দিন।
এই ইদ উল ফিতর এর আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে।
এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
ইদ সবার মধ্যে গড়ে তোলে আন্তরিক সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
ইদ উল ফিতর এর অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা কামনা করি।