শনিবার, ২৮ মে ২০২২, ০৫:১৫ অপরাহ্ন
মোঃ আঃ আলিম সরদার স্টাফ রিপোর্টারঃ ঈদুল ফিতর উপলক্ষে যোগীপাড়া বাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যোগীপাড়া ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাদশা।
রবিবার (১ মে) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান,
ঈদুল ফিতরের ওই শুভেচ্ছার বাণীতে জাহাঙ্গীর আলম বাদশা বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।
‘সমাজ ও জাতীয় জীবনের সব ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার হোক এ কামনা করছি। ঈদুল ফিতর উপলক্ষে যোগীপাড়া ইউপি বাসীসহ সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।