শনিবার, ২৮ মে ২০২২, ০৪:২৩ অপরাহ্ন
আবুহেনা,স্টাফ রিপোর্টারঃ নওগাঁ -৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেছেন সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়ন, সামাজিক সমস্যা, মানুষের প্রান্তিক প্রত্যাশা,গ্রামীণ অবকাঠামোসহ নানাবিধ কর্মকান্ড তুলে ধরে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে।
১ মে রোববার বিকেলে নওগাঁর আত্রাই প্রেস ক্লাবে সাংবাদিকদের ঈদের উপহার প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমীন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টুর সঞ্চালনায় উপজেলা আ’লীগ সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল,এ্যাডভোকট শামিম আহমেদ আইন বিষয়ক সম্পাদক, রানীনগর উপজেলা আওয়ামী লীগ, রাহিদ সরদার, সদস্য রানীনগর উপজেলা আওয়ামী লীগ, আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, প্রেস ক্লাব সহসভাপতি তপন কুমার সরকার, ছাবেদ হোসেন, ফিরোজ হোসেন, এমরান মাহমুদ প্রত্যয়, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
পরে আহসানগঞ্জ রেল স্টেশনে জাতীয় শ্রমীক লীগ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে আনোয়ার হোসেন হেলাল এমপি অংশ গ্রহণ করেন।