রবিবার, ২৬ Jun ২০২২, ০৪:১২ পূর্বাহ্ন
আবুহেনা স্টাফ রিপোর্টারঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা আ’লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। ১৭ মে মঙ্গলবার সকালে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্তের নেতৃত্বে বর্ণাঢ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় বিভিন্ন মোড়ে মোড়ে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জ্বল, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ প্রমুখ। এসময় আ’লীগ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।