সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন
আত্রাই উপজেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুন) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক। আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমান, সাংবাদিক ফরহাদ মিয়া রকি সহ উপজেলার বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।