মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন
পুঠিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বেলপুকুর থানাধীন চকধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বাককার সিদ্দিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব এন্তাজুল হক বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য আমিনুল হক মিন্টু, পুঠিয়া পৌর মেয়র আল মামুন খান। আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তাকিম আহম্মেদ । সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আহ্বায়ক ও সদস্য সচিব পদে যে সকল আগ্রহী নেতৃবৃন্দের নাম গ্রহণ করেছেন, তাদের মধ্য থেকে অচিরেই আলোচনার মাধ্যমে বেলপুকুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে বলে নেতৃবৃন্দ আস্বস্ত করেন৷