সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৪৩ পূর্বাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের ৫ লক্ষ টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ জুলাই ২০২২ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন এর সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া। অনুষ্ঠানে উপজেলার ১৩ টি ইউনিয়নের ৯৬ জনের মাঝে ঐচ্ছিক তহবিলের অনুদানের ৫ লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।