সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার আওতাভুক্ত বাগমারা উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউপিতে পবিত্র ইদ উল আযহা উপলক্ষে ভিজিএফ ও প্রাকৃতিক দূর্যোগকালিন সহায়তা জিআর অসহায় দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত জিআর ও ভিজিএফ এর ১০কেজি করে চাল বিতরণ।
৭ই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ৯ঘটিকায় গোয়ালকান্দি ইউপি কার্যালয় হতে জিআর এর ৫০০ ও ভিজিএফ এর ৭১৫ মোট ১২১৫ পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ হয়।
জিআর ও ভিজিএফ এর চাল বিতরণের সময় গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার উপস্থিত ছিলেন তিনি বলেন, আমি ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের হতদরিদ্র সহায় সম্বলহীন ১২১৫পরিবারের মাঝে জি আর ও ভিজিএফ এর ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
কোন প্রকার অনিয়ম ও হয়রানি ছাড়াই শান্তি ও শৃঙ্খলময় সুষ্ঠু পরিবেশে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা উপসহকারি কৃষিকর্মকর্তা শরিফুল ইসলাম, ইউপি সচিব আব্দুল বারিক, ইউপি হিসাব সহকারি ও কাম কম্পিউটার অপারেটর শাহীন আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি সদস্য আনিসুর রহমান শেখ,লুৎফর রহমান,ইসরাইল সরদার,আমানুল্লাহ খামারু, মাজেদুর রহমান,বকুল হোসেন,মজনু সাকিদার,ওহিদুর রহমান,ফিরোজ চৌধুরী,
মহিলা ইউপি সদস্য মনোয়ারা বিবি, মঞ্জুয়ারা বিবি ও কমেলা বেগম প্রমুখ।
গোয়ালকান্দি ইউপিতে চাল নিতে আসা ১২১৫ অসহায় ও দরিদ্র পরিবারবর্গরা বলেন, আমরা জিআর ও ভিজিএফ এর ১০কেজি করে চাল পেয়ে অত্যন্ত খুশি এবং আমরা জিআর ও ভিজিএফ এর এই চাল পেয়ে আনন্দসহকারে ইদ উদযাপন করতে পারব।