মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৩০ পূর্বাহ্ন
তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ সমাজের অসহায় ও অবহেলিত গরীব-দুঃখী মানুষের জন্য কাজ করতে চাই বলে জানিয়েছেন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী “জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন”এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন সজিব।বলছি;কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামের কৃতিসন্তান ও বিশিষ্ট সমাজ সেবক মো. সাজ্জাদ হোসেন সজিব এর কথা।এই উদীয়মান তরুণ সমাজ সেবক মো.সাজ্জাদ হোসেন সজিব ঢাকার নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করেন।সেখানে “জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন” এর একটি প্রধান অফিসও করেছেন তিনি। ওই অফিসে থেকেই ” জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন” এর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন সজিব সমাজের অসহায় ও অবহেলিত গরীব- দুঃখী মানুষের জন্য কাজ করার বড় ধরনের কর্মপরিকল্পনা করেছেন বলে জানা গেছে। ‘ফুটুক হাসি প্রতিটি প্রাণে’ এই স্লোগানেই মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে “জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন” এর যাত্রা শুরু করেন তরুণ এই সমাজ সেবক মো. সাজ্জাদ হোসেন সজিব।জানা যায়,
গেলো পবিত্র ঈদুল ফিতরের আগে নারায়ণগঞ্জসহ কুমিল্লার তিতাসের উলুকান্দি গ্রামের রোজাদার মানুষের মাঝে ইফতার ও ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন ” জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন” এর চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন সজিব ও প্রধান নির্বাহী মো.ইকরাম সরকার।এছাড়াও
” জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন” এর ব্যানারে সম্প্রতি সিলেটের বন্যাদূর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তাঁরা।” জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন” এর আয়োজনে পবিত্র ঈদুল আজহা’র পর অর্থাৎ গত বৃহস্পতিবার বিকেলে ঈদের আনন্দ আয়োজনে এক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে তাঁরা।ওই খেলাটি তিতাসের উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করেন।এর মধ্যে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কারটি তোলে দেন ” জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন”এর চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন সজিব ও প্রধান নির্বাহী মো.ইকরাম সরকারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা।সমাজের অসহায় ও অবহেলিত গরীব- দুঃখী মানুষের জন্য কাজ করে বিনয়ী নম্র,ভদ্র ও সদাহাস্যোজ্জ্বল মানুষ হিসেবে সাজ্জাদ হোসেন সজিব অল্পদিনের মধ্যেই সকলের মাঝে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন।” জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন”এর চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন সজিব এর কাছে আগামী দিনে তাঁর প্রতিষ্ঠিত” জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন” এর কর্মপরিকল্পনা কী জানতে চাইলে তিনি বলেন- ” জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন” নামে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে সমাজের অসহায় ও অবহেলিত গরীব- দুঃখী মানুষের পাশে দাড়িয়ে তাদেরকে আর্থিক ভাবে সাহায্য-সহায়তা প্রদান
করা এবং সামাজিক কর্মকন্ডে ভূমিকা রাখার জন্যই আমাদের সংগঠনটি কাজ করে যাবে ইনশাআল্লাহ।