মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন
সাকিবুল ইসলাম সাকিব,আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলিতে জমির মালিকানা নিয়ে দন্দ্বে একপক্ষের গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধে জমি দখল নিতে গিয়ে গাছপালা কেটে ফেলা হয় বলে অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচাড়া গ্রামের প্রয়াত মৃত জয়নাল এর ছেলে মোঃ মোকলেছুর রহমান সঙ্গে একই গ্রামের বারেক সিকদার সাথে বিরোধ চলছে। দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে চলছে বিরোধ।
এনিয়ে আদালতে মামলাও রয়েছে। মামলা চলমান থাকলেও জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা করে বারেক সিকদার ও তার নিকট আত্মীয় স্বজনরা। মামলাটি তদন্তাধীন থাকা অবস্থায় জোর করে ক্ষমতার প্রভাব খাটিয়ে গাছ কেটে নিচ্ছে বারেক সিকদার ও তার সাথে থাকা স্থানীয় কিছু মান্তানরা ।
আমতলী থানার এস আই ইমাম হোসেন বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় জয়নাল মিয়া, প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।