সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০২:০১ পূর্বাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ উপলক্ষে কার্যকরি কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত।
বুধবার ৭ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ডাক বাংলো মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে ১৩ সেপ্টেম্বর ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষে কার্যকরী কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অসীম পাল, জিতু মিয়া, শেখ আব্দুল আহাদ, মোঃ খাজাউর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্বাস উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আল হেলাল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী এর সঞ্চালনায় সম্মেলন সফল করার লক্ষে বক্তব্য রাখেন, কার্তিক চন্দ্র দাস, মোজাম্মেল হক জুরান, রুবেল মিয়া,এডঃ জাহাঙ্গীর আলম, ফারুকুজ্জামান ফারুক, শিবলী চৌধুরী,আমিনুল ইসলাম বেলায়েত,মহিদুজ্জামান টিটু, রুবিনা আক্তার, আবুল কালাম আজাদসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক। তাছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক দানা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা হাকিম রাজা,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নাছির উদ্দীন রানা, এডঃ মহিউদ্দিন শরীফ, ছাত্রলীগের সভাপতি শুভ সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাহুল রায়, কলেজ শাখার সাধারন সম্পাদক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।