মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন
আতিক,নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার দুপুরে আরএমপি কর্ণহার থানাধীন বাতাস মোল্লা এলাকার মাহবুবুর রহমান ওরফে কসাই মাহবুব এর মেয়ে মোছাঃ মাইশা ওরফে রানী (১২) এর সাথে তেতুলিয়া উত্তর পাড়ার মো: নজরুল ইসলাম ওরফে নবু কানার ছেলে মোঃ জামিরুল ইসলাম (২৩) এর বাল্য বিবাহ হচ্ছিল এমন খবর পেয়ে ছুটে যায় আরএমপি কর্ণহার থানা পুলিশ। বন্ধ হয় বাল্য বিবাহ।
আরএমপি কর্ণহার থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে আরএমপি কর্ণহার থানার এসআই মোঃ শাহিনুর রহমান ও এসআই মোঃ আব্দুল মোমিনসহ সঙ্গীয় ফোর্স ওই বাল্য বিবাহস্থল থেকে ছেলেপক্ষের এবং মেয়ে পক্ষের লোকজনকে এবং বিয়ের জন্য কেনা পন্যসহ আরএমপি কর্ণহার থানায় নিয়ে আসা হয়।
উক্ত ঘটনা জানার পরে এসি ল্যান্ড অভিজিৎ সরকার বিকালে আরএমপি কর্ণহার থানায় উপস্থিত হয়ে দুইপক্ষের জবানবন্দি শুনে মেয়ের বাবা ১৮ বছরের আগে আর ওই মেয়েটিকে বিয়ে দিবেনা মর্মে উভয় পক্ষ মুচলেকা প্রদান করলে তাদের ছেরে দেওয়া হয়।
এর আগেও আরএমপি কর্ণহার থানা পুলিশের সহায়তায় কর্ণহার থানাধীন এলাকায় একাধীক বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।