বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:২১ অপরাহ্ন
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় বিএনপি – জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত।
শনিবার ১০ ডিসেম্বর ২০২২ সরকারের উন্নয়ন কার্যক্রমের ব্যাহত ও বিএনপি জামাতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে
নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ উপলক্ষে দুপুরে আওয়ামী লীগের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মোঃ সামছুল কিবরিয়া হাকিম, আওয়ামী লীগ নেতা বশীর আল হেলাল, আওয়ামী লীগ নেতা অরুণ ভট্টাচার্য, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন,মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার, সাধারণ সম্পাদক সাহানা আক্তার, ছাত্রলীগের সভাপতি শুভ সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাহুল রায়, কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আবির হোসেন বাপ্পী প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগসহ ১৩ টি ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।