বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৪৯ অপরাহ্ন
তিতাস (কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের মাদক সম্রাজ্ঞী খ্যাত নারী ইউপি সদস্য চম্মা রাণীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।গত ১৯ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলার মাছিমপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করে তিতাস থানা পুলিশ। চম্পা রাণী কলাকান্দি ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তার বিরুদ্ধে গত দেড় যুগে তিতাস ও দাউদকান্দি থানায় ১৮টিরও বেশি মাদক মামলা রয়েছে।এলাকাবাসী জানায়, চম্পা রাণী ফেন্সিডিল, ইয়াবা, বিয়ার ও গাজাঁসহ মাদক কারবারী করে আসছে প্রায় দেড় যুগ ধরে। সে ইতোমধ্যে র্যাব-১১, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে বহুবার আটক হয়ে জেল খেটেছেন। তার সাথে তার স্বামী সাইফুল ইসলামও মাদক মামলায় আসামী রয়েছেন। ছেলে জয়ও মাদকসহ ডাকাতী মামলার দাগী আসামী। গেলো বছর স্থানীয় কতিপয় অসাধু জনপ্রতিনিধিদের সাথে আতাত করে স্থানীয় সরকার নির্বাচনে ১নং ওয়ার্ডে সংরক্ষিত নারী পদে বিজয়ী হন।তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, আমরা মাদক মামলার আসামী চম্মা রাণীকে তার বাড়ী থেকে আটক করেছি। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত মাদক মামলায় যাবৎ জীবন দন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন। আমরা আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। সে এবার নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।