নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) মোহনপুর শাখার উদ্যেগে উপজেলা চত্বরে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
হেলথ ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ রুবাইয়াত বিথী ও শিশু বিশেষজ্ঞ ডাঃ কানিজ ফাতেমা বর্না। হেলথ ক্যাম্পটি কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,বাকশিমইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং ভার্ক প্রধান কার্যালয় হতে আগত উপ-পরিচালক হাসান আল বান্না হেল্থ কার্যক্রমটি সরেজমিন পরিদর্শন করেন। সকাল ৯ টা হতে বিকাল পর্যন্ত স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্তব্যরত চিকিৎসকরা ১৭০ জন গাইনী রোগী এবং ৭০ জন শিশু রোগীর সেবা প্রদান করেন। ফ্রি হেল্থ ক্যাম্প পরিচালনা করায় ভার্ক মোহনপুর শাখাকে ধন্যবাদ জানান এখানে আগত রোগী ও তার স্বজনরা।