বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন
মাহাবুব আলম,, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সদর ইউনিয়নের বজ্রমতলি মোড় বাজারে গোপন সংবাদে ভিত্তিতে গত কাল রাত আনুমানিক ২ টার সময়, কান্ধাল রাস্তা হইতে হরিপুর গামী রাস্তায় বজ্রমতলির বাগানে পাশে রাস্তা ক্রসিং এর সময়,( ঢাকা মেট্রো-১৪-৬৫৮৩) গাড়িতে ফেনসিডিল বহন করছে সন্দেহ হয় এবং হাতে নাতে গাড়ি সহ ২২০ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে।
এস আই আবু ঈসা ও এস আই রাকিবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গাড়ির গতিরোধ করে তিনুয়া গ্রামের হাসির উদ্দিনের ছেলে শামিম (৩১) কে গাড়ির ভিতর তল্লাশি চালিয়ে ফেনসিডিল ও প্রাইভেট কার সহ তাকে আটক করা হয়।
হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।