বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২০ অপরাহ্ন
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের মহসীন মুন্সী ঐক্য ফাউন্ডেশনের অর্থায়নে ৬ টি মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।”আসুন দূর করি শীতার্থ মানুষের কষ্টের কালো রাত”,তাঁদের হাতে রাখি সহানুভূতির আপন হাত।”এই শ্লোগানকে সামনে রেখে গত এক সাপ্তাহে ধরে এই কার্যক্রম শুরু করে গত শুক্রবার পর্যন্ত উপজেলার ৬ টি মাদরাসায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।মহসীন মুন্সী ঐক্য ফাউন্ডেশনের অর্থায়নে ৬টি মাদরাসায় শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসীন মুন্সী।সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো.সাইফুল ইসলাম সাঈদ,
মো.মাঈনুদ্দিন পাঠান,
এইচ.আর.হৃদয়,মো.সাইফুল ইসলাম,মো.মেহেদী হাসান ভূঁইয়া,তানজীদ,মো.সাইদুল পাঠান,মো.আব্দুল আল ইমন,মো.সাইদুল,মো.রমজান,মো.ফারুক,মো.সাফি,মো.হৃদয়,মো.শুক্কুর আলীসহ আরও অনেকে।