September 8, 2024, 4:57 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
রাজশাহী প্রেস ক্লাবে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন বাগমারায় র‍্যাব-পুলিশের  যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার  চারঘাটে ছাত্রশিবিরের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাগমারায় নবাগত ওসি তৌহিদের সাথে পৌর নেতা আক্তারুজ্জামান বল্টুর মতবিনিময় মামলা নিয়ে বানিজ্যের অভিযোগ চারঘাটে আ”লীগের শীর্ষ পদের নেতাকর্মীর নামে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৫টি চারঘাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মোহনপুরে ট্রাক চাপায় ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজারে মৃত্যু চারঘাটে খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে বিক্রি হচ্ছে খাবার, নেই তদারকি নাসিরনগরে নদী ও হাওড়ে পোনামাছ অবমুক্তকরণ নাসিরনগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কেশরহাটে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কেশরহাটে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৪ইং সালের A+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ই মে) বিকাল ৩ টা ৩০ মিনিটে কেশরহাট ডিগ্রি কলেজ শহীদ মিনার চত্বরে কাউসার মাহমুদের সঞ্চালনায় এবং সাইফ হোসেনের সভাপতিত্বে “আলোকিত মানুষ চাই ফাউন্ডেশন” এর পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় কেশরহাট পৌর এলাকার মোট পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর এলাকার শিক্ষা অনুরাগী ও সমাজসেব মোঃ দেলোয়ার হোসেন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শাফিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শ্রী বিদ্যুৎ কুমার প্রামানিক, জীবন আই.সি.টির পরিচালক তৌকির আহমেদ, “মৌমাছি বায়োলজি কেয়ার” এর পরিচালক মোতাসিম বিল্লাহ, “নন্দন সাহিত্য একাডেমী” রাজশাহী এর প্রতিষ্ঠাতা শেখ সাইদুর রহমান সাঈদ সহ আরো অনেকে।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের আগামী শিক্ষা জীবন ও সাফল্য অর্জনের সিঁড়ি নিয়ে উপদেশ ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে উৎসাহ প্রদান করায় অভিভাবক এবং শিক্ষার্থীগণ “আলোকিত মানুষ চাই ফাউন্ডেশন” কে ধন্যবাদ জানান। পাশাপাশি তারা অত্র এলাকার সমাজসেবক দেলোয়ার হোসেনকে নিয়েও গর্বিত বলে মনে করেন। তারা বলেন, এই দেলোয়ার হোসেন সবসময় অত্র এলাকার যেকোনো কৃতি শিক্ষার্থীকে উৎসাহ প্রদান করা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকেন।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com