October 16, 2024, 12:23 pm

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙ্গে ৮টি গরু চুরি

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙ্গে ৮টি গরু চুরি

আবুহেনা, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৮ টি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে উপজেলার দীঘিরপাড় গ্রামে।

জানা যায়,ওই গ্রামের হাজি নিজামুদ্দিন প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে গোয়ালঘরে তালা দিয়ে বাড়িতে ঘুমিয়ে যান। সকালে গরু বের কারর জন্য গোয়ালঘরে গিয়ে দেখেন ঘরের তালা কাটা এবং সেখানে রাখা ৮ টি গরু চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ থেকে ১১ লাখ টাকা হবে। এ ঘটনায় কৃষক নিজামুদ্দিন হতাশ হয়ে জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাড়াদিন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও গরুগুলোর কোন সন্ধান করতে পারিনি।

এদিকে পুলিশের নিস্ক্রিয় ভ‚মিকার কারনে এলাকায় চুরির সংখ্যা বেড়েই চলেছে বলে অভিযোগ রয়েছে । সোমবার রাতে এত বড় চুরির ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর সাথে সাথে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি।
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন,ঘটনাটি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com