সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও অসহায়দের মাঝে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
বুধবার ৩০ অক্টোবর ২০২৪খ্রিঃ সকালে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এর সভাপতিত্বে সমাজ কল্যাণ কমিটি হতে চিকিৎসা আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, কৃষি কর্মকর্তা আল মামুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাখেশ পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম ভূইয়া, বিএনপির সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সরকারি মহাবিদ্যালয় এঁর ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী,গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন আহমেদ, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া,পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস, জামায়াত ইসলাম এঁর নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ। তাছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ,শিক্ষকসহ সূধীজন। বীর মুক্তিযোদ্ধা ও অসহায় পরিবারকে মোট ১৫ হাজার টাকা এবং দগ্ধ ও প্রতিবন্ধী হরিপুর,আলীয়ারার তারেক আহমেদ পিতাঃ মোঃ আলী আকবর কে পূর্নবাসনে ৪০৯৫০ টাকা ঋন প্রদান করা হয়েছে।