October 16, 2024, 12:20 pm

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

রেমিট্যান্স নিয়ে আবারও সুখবর

রেমিট্যান্স নিয়ে আবারও সুখবর

নিউজ ডেক্স:  বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বর মাসের প্রথম চার সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫৫ লাখ ডলার।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর গত আগস্টের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ৭৬ লাখ ডলার। সে তুলনায় রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে সেপ্টেম্বর মাসে।

সেপ্টেম্বর মাসের ২৮ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ লাখ ৪০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৬ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

এ ছাড়াও এই মাসের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। আর এ মাসের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে অন্তর্বর্তী সরকার গঠনের পর। তার ধারাবাহিকতায় গত আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com