October 16, 2024, 10:26 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

তিতাসে ৮৫ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ 

তিতাসে ৮৫ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ 

তিতাস( কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে মসজিদ ও মাদ্রাসার সভাপতি হতে না পেড়ে মোসল্লি মো.সেরাজ ভূইয়াকে (৮৫) মারধর করে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি শুক্রবার রাত আনুমানিক সাতটায় উপজেলার একলারামপুর গ্রামের আব্দুল খালেক ভূইয়ার বাড়ির সামনে। আহত সেরাজ ভূইয়াকে তার স্বজনরা উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে সেরাজ ভূইয়া ঢাকায় চিকিৎসাধিন আছেন। স্থানীয়রা বলেন,একলারামপুর ভূইয়া বাড়ির আলহাদিস জামে মসজিদ ও একলারামপুর মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার সভাপতি হতে চেয়ে ছিলেন মো. আব্দুল বাতেন ভূইয়া(৬০)।কিন্তু মহল্লাবাসী তাকে সভাপতি না করে তারই ভাতিজা মো.সাত্তার ভূইয়াকে সভাপতি নির্বাচিত করে। বাতেন ভূইয়া তার ভাতিজা সভাপতি মেনে নিচ্ছে না এবং একমাস ধরে তিনি মসজিদে নামাজ পড়তে যাননা। বাতেন ভূইয়া প্রতিদিনই বৃদ্ধ  মোসল্লি সেরাজ ভূইয়াকে বলতে থাকেন মসজিদ কমিটি ভেঙ্গে দিয়ে তাকে সভাপতি বানাতে এতে সেরাজ ভূইয়া বলেন,বিষয়টি আমার একার না,মহল্লাবাসী চাইলে তুমি সভাপতি হইবা আমার কোনো আপত্তি নাই।  শুক্রবার জুম্মার নামাজের পর বার্ষরিক মাহফিলে বড় মাওলানা আনার বিষয় নিয়ে  বাতেন ভূইয়ার বড় ভাই আব্দুল মালেক ভূইয়া ও সেরাজ ভূইয়ার সাথে প্রথমে তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, এতেই বাতেন  ক্ষিপ্ত হয়ে তার অপর দুই ভাতিজাদের নিয়ে এসে সেরাজ ভূইয়াকে মারধর করে একটি পা ভেঙ্গে দেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী রবিউল হিজরা বলেন,আমরা শাহাবৃদ্ধি গ্রামের পূজা মণ্ডপে যাওয়ার পথে দেখি এক বৃদ্ধকে কয়েকজন মিলে এলোপাতাড়ি মারধর করছে,এবং একটি পা ভেঙ্গে ফেলে তখন আমরা অটোরিকশা থেকে নেমে আহত বৃদ্ধকে উদ্ধার করি এবং হাসপাতালে পাঠাইয়া দিয়ে আমরা চলে যাই। বাতেন ভূইয়ার বড় ভাই আব্দুল মালেক ভূইয়া বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর সেরাজ ভূইয়া ও তার লোকজন আমাকে এবং স্ত্রীকে মারধর করে আমার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে গেছে, রাতে আবার আমার ছেলের সিএনজি চালিত অটোরিকশা নিয়ে আটকে রেখেছে, রাতে সেরাজ ভূইয়াকে কারা মারছে  আমি জানিনা।তিতাস থানার উপ-পরিদর্শক (এস আই)মো.কাউছার আহমেদ বলেন,শুক্রবার রাতে একলারামপুর গ্রামে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি এবং ওসি স্যারের নির্দেশে শনিবার (১২ অক্টোবর) দুপুরে তদন্তে গিয়ে জানতে পাই সেরাজ ভূইয়া (৮৫)মারধর করে একটি পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন,আহত সেরাজ ভূইয়া এখন ঢাকায় চিকিৎসাধীন আছে।

 

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com