বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৯:৪৭ অপরাহ্ন
নাসিরনগর থেকে সুজিত কুমার চক্রবর্তীঃ নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে সারাদেশের মতো অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন সরাইল উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্হ্য পরিদর্শক ও স্বাস্হ্য সহকারীরা।
সকাল ৯ টা হতে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে ব্যানার ফেস্টুন নিয়ে দাবি আদায়ের আন্দোলনে অংশ নেন উপজেলার ৬৬ জন স্বাস্হ্য সহকারী। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সরাইল উপজেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন “আমরা ন্যায্য দাবী নিয়ে আন্দোলনে নেমেছি। মাঠ পর্যায়ে আমাদের সফলতার কারণেই সরকার আজ দেশে বিদেশে সম্মানিত। তবু আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সরাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক জহিরুল কবীর শিহাব, মিডিয়া সেলের সদস্য প্রানেশ দাস সহ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply