বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৯:১৬ অপরাহ্ন
আঃ আলিম সরদার,স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর সামাদ (৩০) এবং মাদক সেবনকারী মোঃ লালটু প্রাং (সাওন) (৩৮)মকলেছ আলী (৪৫,)মিজানুর রহমান বাচ্চু( ৩৮), জহুরুল ইসলাম (৩৫)
কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদেরকে মাদকসহ গ্রেফতার করে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই আব্দুর রাজ্জাক
তিনি জানান, শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে তাহের পুর পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড চকিরপাড় এলাকায় অভিযান চালায়। এসময় হিরোইন নগদ অর্থ সহ মদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী মোঃ আঃ সামাদ পিতা আঃ কুদ্দস,গ্রাম জামলয়, তাহেরপুর পৌরসভা,মোঃ লালটু প্রাং ( সাওন) পিতা মোঃ মন্টু প্রাং গ্রাম বড়ইল, ইউপি কিসমতগণকৈড় থানা দুর্গাপুর, মোঃ মকলেছ আলী পিতা মোঃ বাছের আলী গ্রাম তেবাড়িয়া ইউপি শিলমাড়িয়া থানা পুঠিয়া, মিজানুর রহমান বাচ্চু পিতা মোঃ সাদেক আলী প্রাং গ্রাম আনোলিয়া ইউপি কিসমতগণকৈড় থানা দুর্গাপুর, মোঃ জহুরুল ইসলাম পিতা মৃত লায়েব উদ্দিন গ্রাম বাছিয়া পাড়া, তাহেরপুর পৌরসভা। তাদেরকে মাদক সহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
তারা দীর্ঘ দিন যাবত মাদক সেবন এবং ব্যবসার সাথে জড়িত।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হবে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে। মাদক সেবন এবং মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করাই এলাকাবাসির মাঝে সস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী।
Leave a Reply