শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন
নাজগীর অাহম্মদ,বিশেষ প্রতিনিধিঃ
অাজ ১৩ ফেব্রুয়ারী ২০২০ বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে, বরগুনা প্রেসক্লাব ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ পালন হয়েছে। মানববন্ধন ও সমাবেশে বরগুনার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। সমাবেশে সকল মানববন্ধনকারীদের পক্ষে বক্তারা সারাদেশে ঘটে যাওয়া সাংবাদিকদের উপর হামলা, হত্যা এবং নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন। উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারী ২০২০ মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার বংশালের নয়াবাজারে কাস্টমস কর্তৃপক্ষ অবৈধ বন্ডের পেপার কার্টিসের উপর অভিযান পরিচালনা করে । সেখানে সংবাদ সংগ্রহ করতে যান চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের রিপোর্টার ফকরুল ইসলাম (৩০) ও ক্যামেরাম্যান শেখ জালাল (২৮)। এ সময় বন্ড সিন্ডিকেটের মূল হোতা আবুল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে রক্তাক্ত করে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তাদের ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে। এছাড়াও, ১ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময়, সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে মোহাম্মদপুরে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের পক্ষে সশস্ত্র মহড়ার ছবি তোলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়।
Leave a Reply