বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ১১:২২ পূর্বাহ্ন
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)থেকেঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া’র মতবিনিময় সভায় জনতার ঢল।
৯ জানুয়ারি শনিবার বিকালে জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুরে আবুল খায়ের ভূঁইয়া’র মতবিনিময় সভায় গোপালপুর,চেঙ্গাতলী,বাঘাইরামপুর ও রসুলপুর গ্রামবাসী একাত্মতা ঘোষণা করে আসন্ন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবুল খায়ের ভূঁইয়া-কে মনোনীত করেন।
আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আপনারা চাইলে,আমি প্রার্থী হবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, গতবছর পরিষদ থেকে নাগরিক সুবিধা পেতে গিয়ে যে, পরিমাণ বিড়ম্বনা ও হয়রানির শিকার হয়েছেন,তা আমরা সকলেই অবগত আছি।
তাই ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা নিশ্চিত করতে ও আপনাদের সেবক হতে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি আসন্ন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ।
আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মজিবুর রহমান।
Leave a Reply